মুজিবনগরে মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির বনভোজন সম্পন্ন

মুজিবনগরে মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির বনভোজন সম্পন্ন

 Meherpur reporters unity picnic_(1)আমাদের মেহেরপুর ডট কম মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির বনভোজন শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে সম্পন্ন হয়েছে। বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনায় সাংবাদিকরা প্রত্যয় ব্যক্ত করে বললেন এলাকার উন্নয়নে শুধু পেশাগত দায়িত্ব পালনই নয় বিবেকের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সকাল সাড়ে দশটায় মুজিবনগর আম্রকাননে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন বনভোজন বাস্তবায়ন কমিটির আহবায়ক আল আমিন হোসেন। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক আতিকুর রহমান টিটু, ওয়াজেদুল হক জেদু, রশিদ হাসান খান আলো, নুহু বাঙালী, মহসিন আলী, কামারুজ্জামান খান, আনিচ্ছুজ্জামান মেন্টু, মাজেদুল হক মানিক, রাশেদুজ্জামান, মেহের আমজাদ, রাজিবুল হক সুমন, শফি উদ্দীন, মুন্সি উমর ফারুক প্রিন্স, এমএ হাসান সুমন, রামিজ আহসান, আসিফ ইকবাল, মুহা. মহসিন, এজে খোকন, সাহেদুজ্জামান রিপন, জাহির হাসান চঞ্চল, আবু সুফিয়ান, আকতারুজ্জামান, এম জাহিদ, লিটন হোসেন ও মিজানুর রহমান প্রমূখ। এলাকার যেকোন উন্নয়ন কাজে সবকিছুর উর্দ্ধে থেকে বস্তুনিষ্ট সংবাদ প্ররিবেশন এবং ঐক্যবদ্ধভাবে সকল প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে সাংবাদিকতা ও রিপোর্টার্স ইউনিটির সকল কর্মকান্ড পরিচালনার জন্য একমত পোষন করেন বনভোজনে অংশ গ্রহনকারী সাংবাদিকবৃন্দ।

মেহেরপুর সংবাদ