বিএনপি‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর ছাত্রদলে উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। মঙ্গলবার দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলা শহরের প্রধান সড়কে শোভাযাত্রা করতে গেলে পুলিশ বাঁধা দিয়ে ছাত্রদলের নেতা কর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়। শোভাযাত্রার পূর্বে কেদারগঞ্জ বাজারে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দাল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রবিউল হোসেন জানিয়েছেন, বিশৃংখলা এড়াতে ছাত্রদলকে শোভাযাত্রা করার অনুমতি দেয়া হয়নি।