আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালিতে পর্ণ ছবির নায়ক মোনাখালি গ্রামের আখের আলীর ছেলে সাজু কে ১ বছরের জেল ও একই গ্রামের বাবর আলীর ছেলে সাজুর সহযোগী কাইজাল হাসানকে (২৩) কে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত । ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোক্তার হোসেন এ কারাদন্ডাদেশের আদেশ দেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মোনাখালি বাজারে অভিযান চালায়। পুলিশ বাজার থেকে সাজু ও কাইজালকে আটক করে ভ্রাম্যমান আদালতের টিমকে সংবাদ দিলে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তসাজু ও কাইজুলকে জনসম্মুখে এ কারদন্ডাদেশের রায় দেন। এদিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মুজিবনগর উপজেলার নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোক্তার হোসেন সাংবাদিকদের জানান সিনেমা পর্ণগ্রাফির আওতায় এই জেল জরিমানা হয়েছে।
সম্প্রতি সাজু ও তার সহযোগী কাউজাল দারিয়পুর মাধ্যেমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্ররী অজান্তে নগ্ন ছবি করে তা বিভিন্ন কম্পিউটারের মাধ্যেমে বাজারে ছেড়ে দেয়। এ বিষয়ে মেয়ে পক্ষ মুজিবনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের আটক করে।।