আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর – কোমরপুর সড়কে বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা গরুব্যবসায়ীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপতাড়ি কুপিয়ে আহতে করে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত গরু ব্যবসায়ী সদর উপজেলার আশরাফপুরের চাঁদ আলী (৩৫) ও আসাদুলকে (৪২) কে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
আহত গরু ব্যবসায়ীরা জানান, বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে ৪ জন ব্যবসায়ী চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজোলার শিয়ালমারি গরু হাট থেকে শ্যালোচালিত যান নছিমন করে বাড়ি ফেরার পথে মহাজনপুর – কোমরপুররের গজারিয়া মাঠে পৌছালে ১৫/২০ জনের একটি সংবদ্ধ ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।