আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের মুজিবনগরে একটি আমবাগান থেকে সাহাবুদ্দিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের যুবক আশরাফপুর গ্রামের কোকা হালসানার ছেলে।নিহত যুবকের পিতা খোকা হালসনা জানান, গত শুক্রবার গম মাড়াইকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন সে বাড়িতে ফোন করে জানায় আত্মহত্যা করার জন্য বিষপান করেছে। তারপর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে গৌরিনগর আমবাগানে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে আমরা গিয়ে সাহবুদ্দিনের লাশ সনাক্ত করি। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনটস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।