আমাদের মেহেরপুর ডট কম
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সইয়ের (এমওইউ) কথা ছিল, শেষ মুহূর্তে সেটি আবার পেছাচ্ছে। দুই দেশই মানবপাচার ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন-সংক্রান্ত দুটি এমওইউর প্রয়োজন বোধ করায় এ প্রক্রিয়া কিছুটা পেছাচ্ছে বলে জানা গেছে।
৯ নভেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে এমওইউ সই হওয়ার কথা ছিল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার মাস আগে মালয়েশিয়া সরকার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত এমওইউর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবপাচার প্রতিরোধ ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারকের খসড়া পেশ করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, মানবপাচারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে খসড়া করার কথা ছিল, সেটি তাঁরা নির্ধারিত সময়ে করতে পারেননি।