মেহেরপুর গাংনীর শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী ও চোরাকারবারী মিল্টন ভারতে খুন

মেহেরপুর গাংনীর শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী ও চোরাকারবারী মিল্টন ভারতে খুন

  নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ 

মেহেরপুরের গাংনী উপজেলার সীমন্তবর্তী কাmiltonজীপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামী মিল্টন হোসেন (৫৫) ভারতের মাটিতে খুন হয়েছে। সন্ত্রাসী মিল্টন কাজীপুর গ্রামের বাগু হোসেনের ছেলে। মিল্টনের স্ত্রী বেনজুরা খাতুন তার স্বামী নিহত হবার খবর নিশ্চিত করেছেন।
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কাজীপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আজিজ জানান, সন্ত্রাসী মিল্টনকে ভারতের নদীয় জেলার শিকারপুর এলাকার ফুনকোতলা সবজীপাড়া এলাকায় সোমবার রাতে বোমা হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তিনি আরো জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬/৪এস এর নিকট দু’দেশের বিওপি কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩২ বর্ডারগার্ড (বিজিবি) কাজীপুর কোম্পানী কমান্ডার সুবেদার আজিজ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ এর ফুলবাড়ি ক্যাম্পের ইন্সেপেক্টর ওলিল কুমার। কাজীপুর বিওপি কমান্ডার জানান, পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ বাহিনী নিহত মিল্টনের ছবি চাওয়ায় তাদের হাতে নিহতের ছবি দেওয়া হয়েছে। পরে তারা আশ্বাস দিয়েছেন মিল্টনের লাশের ময়না তদন্ত শেষে বুধবার যে কোন সময়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার সকালে ভারতের শিকারপুর এলাকার কৃষকরা বাংলাদেশী সীমান্তে তাদের জমিতে কাজ করতে এসে প্রথমে কাজীপুর এলাকার কৃষকদের খবর দিলে নিহত মিল্টনের পরিবারের লোকজন বিজিবি কাজীপুর ক্যাম্পে খোঁজ নেন। এসময় কাজীপুর বিওপি ক্যাম্প ভারতের নদীয় জেলার শিকারপুর বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করে মিল্টনের নিহতের খবর নিশ্চিত করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সন্ত্রাসী মিল্টনের নামে গাংনী, দৌলতপুর থানায় একাধিক হত্যা সহ মাদক আইনে, চুরি ডাকাতী, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সে গাংনী থানা পুলিশের হাতে আটক হলেও হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশকে ফেলে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে থাকতো।
ওসি মিজানুর রহমান আরো জানান, ভারতের প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

মেহেরপুর সংবাদ