আমাদের মেহেরপুর ডট কম ঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে ক্লাবের নিজ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর মালেক মোল্লা, মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার পঙ্গু মুুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু । প্রধান অতিথি তার বক্তব্যে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উন্নয়নের জন্য জেলা পরিষদ তহবিল থেকে সহযোগীতার আশ্বাস দেন । প্রধান আলোচক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের নিকট তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।আমঝুপি ইউনিয়নের ৬ জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক নির্মানের দাবী করেন ডেপুটি কমান্ডার পঙ্গু মুুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাচ্চু ।আলোচনা শেষে সাংস্কতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক অফিসার মতিউল আশরাফ ।