ব্লগারদের ওয়েব সাইটে মহানবী (সঃ) সর্ম্পকে ব্যাঙ্গ ও কটাক্ষমূলক উক্তি করার প্রতিবাদে ওলামা শায়েখ পরিষদের ডাকে সারদেশের ন্যায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জুমআ নামাজের শেষে মুসুল্লিরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মীরপাড়া জামে মসজিদ
থেকে মসজিদ কমিটির সভাপতি নূরুল ইসলাম বিশ্বাস( রবি) বিশ্বাস এর নেতৃত্বে আমঝুপি বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মীরপাড়া জামে মসজিদের ইমাম মওলানা মজিবর রহমান ,মুসুল্লি ইনা , মোতালেব প্রমুখ। বক্তারা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন ও মুসলিমদের ধর্মীয় চেতনায় আঘাত হানে এমন বক্তব্য লেখনী থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।