মহাজোট সরকারের নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান।শপথ নেওয়া মন্ত্রীরা হলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদg
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ -2 আসনের সাংসদ আবদুল হাই।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৫৩। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।