মনোয়ন জমা দিতে পারলেন না জাতীয় পার্টির ৩৮ জন প্রার্থী ।

মনোয়ন জমা দিতে পারলেন না জাতীয় পার্টির ৩৮ জন প্রার্থী ।

1284_lead  চলমান রাজননৈতিক সংকটে ও আতংকে জাতীয় পার্টির মনোয়ন পেয়েও নিজ নির্বচনী এলাকায় রিটার্নিং অফিসারের নিকট মনোয়ন জমা দিতে পারলেন না জাতীয় পার্টির ৩৮ জন প্রার্থী ।নিরাপত্তাজনিত কারণে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রেসিডিয়ামের সদস্যরা ঢাকায় থেকেই প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেন।
ঢাকা ১৭, লালমনিরহাট-১ ও রংপুর -৩ আসনে  প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।  তার সহধর্মীনি বেগম রওশন এরশাদ  গাইবান্ধা -৫ আসনে প্রতিনিধির মাধমে মনোনয়ন পত্র জমা দেন ।এছাড়া নিরাপত্তাজনিত কারণে  ভয়ে   আতংকে ও  নিরাপত্তাজনিত কারণে মানিকগঞ্জ-২ আসনে এসএম আব্দুল মান্নান ও চাঁদপুর -৩ আসনে ডা: শহিদুল ইসলাম রংপুর-৫ আসনে ফকরুজ্জামান জাহাঙ্গীর সহ দেশের বিভিন্নস্থানে দল  মনোনীত অন্ততপক্ষে ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেনি।
বাংলাদেশ