মেহেরপুর অফিসঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মজলুম জননেতা মওলানা ভাষানী স্বর্ণপদক – ২০১৪ লাভ করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশুকল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে সাইফুল ইসলামকে এ পদক তুলে দেয়া হয়। মজলুম জননেতা মওলানা ভক্ত পরিষদ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে এ স্বর্ণপদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রালয়ের যুগ্ম সচিব মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রালয়ের যুগ্ম সচিব কফিল উদ্দিন, চলচিত্র অভিনেতা টেলিসামাদ,এটি এম মমতাজউদ্দিন করিম কার্যকারী সদস্য সার্ক কালচার সোসাইটি প্রমুখ।