মঙ্গল গ্রহে উষ্ণ পানি থাকার প্রমাণ পেয়েছেন-” মহাকাশ বিজ্ঞানীরা”

মঙ্গল গ্রহে উষ্ণ পানি থাকার প্রমাণ পেয়েছেন-” মহাকাশ বিজ্ঞানীরা”

 

আমাদের মেহেরপুর ডট কম ঃ

লিচেস্টার ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগ বেশ শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সূক্ষ্মাণুসূক্ষ্ম এ গবেষণাটি পরিচালিত গবেষকরা বলছেন, মঙ্গল গ্রহে অণুজীবের অস্তিত্ব ছিলো।মঙ্গল গ্রহের পানি ৫০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি ছিলো বলে ধারণা করছেন তারা। পৃথিবীতে এ ধরনের উষ্ণ পানিতে অণুজীবের বসবাস খুব স্বাভাবিক ঘটনা।

মঙ্গল গ্রহে উষ্ণ পানি থাকার প্রমাণ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। রক্তিম এ গ্রহে কখনোও প্রাণের অস্তিত্ব ছিলো বলে তাই ধারণা করছেন তারা।

বিজ্ঞান প্রযুক্তি