ভিন্ন এক গল্প নিয়ে শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’

ভিন্ন এক গল্প নিয়ে শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’

আমাদের মেহেরপুর ডট কম .চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।  গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা শাইখ সিরাজ। এবার ঈদুল আজহায় কৃষকের ঈদ আনন্দে ভিন্ন এক গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক ক্ষেত্র মেহেরপুরকে। এবার তিনি আমঝুপি নীলকুঠি সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পারে পসরা সাজান কৃষকের বিভিন্ন খেলাধুলার। খেলাধুলার মধ্যে ছিল তৈলাক্ত কলাগাছে ওঠা, গাছ থেকে নারিকেল পেড়ে পানি খাওয়া, বউ সাজানো, তৈলাক্ত বাঁশ ঝুলে পার হওয়া, বালিশ লড়াই, তুলোর ডোল থেকে সুতা অনুসন্ধান ও সুচে সুতা পরানো এবং বিপরীতমুখী দৌড়।

বাংলাদেশ