ভাইয়ের বদলে বোন রাজনীতিতে জয় দিয়ে নতুন মেরুকরন করলেন সিমিন হেসেন রিমি

ভাইয়ের বদলে বোন রাজনীতিতে জয় দিয়ে নতুন মেরুকরন করলেন সিমিন হেসেন রিমি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মনোনীত সিমিন হোসেন রিমি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এর ছোট বোন রিমি|
নৌকা প্রতীক নিয়ে তিনি ৬৩ হাজার ৪০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ পেয়েছেন ২৬ হাজার ৩৪৯ ভোট। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী সিপিবির মনোনীত প্রার্থী আসাদুল্লাহ বাদল এক হাজার ৪২৮ ভোট পেয়েছেন। তিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করেন।
আফসারউদ্দীনকে ৩৭ হাজার ৫২ ভোটের ব্যবধানে হারিয়ে ভাইয়ের এই আসনের জয় পেলেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উপনির্বাচনে কম ভোট পড়া প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সর্বনিম্ন ২৬ শতাংশ ভোট পড়ার রেকর্ড আছে।

বাংলাদেশ