অভিনীত ‘রেস-২’ ছবিটি ব্যাপক ব্যবসা সফলতা পেয়েছে বলিউড বক্স অফিসে। ছবিতে তার দুর্দান্ত অভিনয়শৈলী-পারফরমেন্স প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এদিকে সম্প্রতি এই ছবির সফলতার জন্য নিজ কটেজে একটি পার্টির আয়োজন করেন পরিচালক অব্বাস মাস্তান। দীপিকা ছাড়াও এই পার্টিতে উপস্থিত ছিলেন সাইফ আলী খান, কারিনা কাপুর, অনিল কাপুর, আমিশা পাটেল, জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, সাজিদ খানসহ আরও অনেকে। এই পার্টিতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন দীপিকা, যা এর আগে কোনদিন তিনি ঘটাননি। আর সেটি হলো মদ্যপান করে মাতাল হয়ে তিনি এই ছবির ‘লাত লাগ গেয়ি’ গানটিতে নেচেছেন সাইফ আলী খানের সঙ্গে। সাইফও তার সঙ্গ দিয়েছেন। নেচেছেন কারিনাও। তবে এ সময় বেশ বেপরোয়াই মনে হয়েছে দীপিকাকে। ক্যারিয়ারের শুরু থেকে এ ধরনের কোন ঘটনা এখন পর্যন্ত ঘটাননি দীপিকা। কিন্তু সেই পার্টিতে প্রেসের দু-একজন লোক উপস্থিত থাকায় খবরটি ছড়িয়ে যায় চারদিকে। এমনকি দীপিকার সমালোচনা করে ভারতের বেশ কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। কিন্তু এই সমালোচনা দীপিকা মেনে নিতে পারেননি। এ বিষয়ে সম্প্রতি একটি চ্যানেলের কাছে বক্তব্য প্রদান করেছেন দীপিকা। সেখানে তিনি বলেছেন, আমরা ‘রেস-২’ ছবির সফলতা উপভোগ করতে এক হয়েছিলাম সবাই। সবাই আনন্দ করতেই এসেছিলাম সেখানে। আমরা সবাই কম বেশি নেচেছি, গেয়েছি। কিন্তু আমার বিষয়টি নিয়ে কেন এমন সংবাদ প্রকাশ করা হলো বুঝলাম না। আমি হয়তো নেচেছি, আনন্দ করেছি একটু বেশি। এটাতো দোষের কিছু নয়। কোন বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। আমি বিষয়টি নিয়ে আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। যে দু-একটি পত্রিকা এসব খবর প্রকাশ করেছে তাদেরকে আমি প্রতিবাদ পাঠাবো। এরপর তাদের রেসপন্স দেখে আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করবো। দেখা যাক কি হয়।