বুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে এক অভিনব কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিউজ ডেস্ক:  প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে এক অভিনব কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা সিরিঞ্জ দিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বের করেন। পরেএই রক্তসহ প্রায় হাজারখানের শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেন।

মিছিল শেষে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য এস এম নজরুল ইসলামের কার্যালয়ের সামনের সিঁড়িতে শিক্ষার্থীরা রক্ত ঢেলে দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত এসমস্ত শিক্ষার্থীরা এ কর্মসূচির নাম দেন ‘স্বেচ্ছায় রক্তপাত’।

বেশ কয়েকজন শিক্ষকও ব্যক্তিগতভাবে নিজেদের রক্ত দিয়ে এই কর্মসূচিতে শরিক হন।

বাংলাদেশ