মেহেরপুর ২১ সেপ্টেম্বর ঃ মেহেরপুরের সবার প্রিয় জয়বাংলা খ্যাত বীর মুক্তিযোদ্ধা লোকমান হেকিম পৌরসভার ঢাকনা বিহীন নর্দমায় পড়ে কোমর ভেঙ্গে গুরুতর জখম অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের যাদবপুর রোডে যাওয়ার সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় ঢাকনা বিহীন নর্দমায় পড়ে গেলে তার কোমর ভেঙ্গে হাঁড়কুচি হয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। কিন্তু দরিদ্র মুক্তিযোদ্ধার পক্ষে উন্নত চিকিৎসা করবার মতো অর্থ না থাকায় দেশ মাতৃকার টানে যুদ্ধ করে জয়ী হলেও জীবন যুদ্ধে হেরে যেতে বসেছে। এ ব্যাপারে শহরের ১নং ওয়ার্ডের মৃত রহিম শেখের পুত্র শেখ লোকমান হেকিম বলেন, আমি যুদ্ধ করে জয়ী হলেও বর্তমানে টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমি মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে আমার পৈত্রিক ভিটা বাড়ী, পুকুর, জমি রাজাকারের বংশধরা দখল করে রেখেছে। আমি নিঃস্ব। আমাকে দেখার মত কেউ নেই। আমি বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে চুল দাড়ি কাটিনি। সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমি চুল দাড়ি কাটবো না এবং প্রতিদিন সব সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বাজিয়ে আসছি। আমি বাঁচতে চাই।