বীণা’র দুর্দান্ত পারফরমেন্স

বীণা’র দুর্দান্ত পারফরমেন্স

43221_e6 বলিউডে সুবিধা করতে না পেরে শেষতক উত্তেজক চরিত্রে অভিনয় করে নিজের চাহিদা বাড়ানোর চেষ্টা করছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। বলিউডের অনেক নির্মাতার মুখে তার প্রশংসা হরহামেশাই  শোনা যাচ্ছে। আইটেম গানের জন্য বীণার সৌন্দর্য অতুলনীয়-
এমনও মন্তব্য করেছেন অনেকেই। একটি ছবিতে আইটেম দৃশ্যে তার দুর্দান্ত পারফরমেন্স তাই প্রমাণ করেছে বলে জানিয়েছেন ছবিটির  পরিচালক। ‘জিন্দেগি ৫০-৫০’ নামের এ ছবিতে তিনি বেশ উত্তেজক দৃশ্যে অভিনয় করেছেন সেটার কথা বলতে ভোলেননি বীনা।

বিনোদন