বিয়ে না করেই মা

বিয়ে না করেই মা

সারোগেসি পদ্ধতিতে (গর্ভভাড়া) মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী একতা কাপুর। সম্প্রতি তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিনোদন জগতের তারকারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

গর্ভভাড়া পদ্ধতিতে তিনি ছেলে সন্তানের জননী হয়েছেন বলে জানা গেলেও সন্তান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ৪৩ বছর বয়সী একতা কাপুর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন না। তবে মা হয়ে সন্তান বড় করতে চান। তার সন্তানের খবর প্রকাশ্যে আসার পর তার ওই কথাই ঘুরে ফিরে আলোচনায় আসছে।

এর আগে একতার ভাই বলিউড তারকা তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। ২০১৬ সালে সারোগোসির মাধ্যমে তিনি জন্ম দেন তার ছেলে লক্ষ্যকে।

বিনোদন