বিশ্বস্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য এক্সিলেন্স ইন পাবলিক হেলথ এওয়ার্ড প্রদান করছে প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।মন্ত্রী জানান,ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা আগামীকাল থেকে শুরু হবে।১০ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সায়মা ওয়াজেদের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ড. পুণম ক্ষেত্রপাল সিং।