বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে হেয় করে চলচ্চিত্র নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর জীবনের ওপরে মিথ্যা তথ্য দিয়ে আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ওপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অবিলম্বে এই চলচ্চিত্র নিষিদ্ধ ও প্রদর্শন বন্ধ এবং নির্মাতা ও প্রচারণাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সরকারের কাছে জোর দাবি জানান। পাশাপাশি তিনি এ ঘটনায় জড়িত সবাইকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে প্রতিহিংসা, উগ্রতা, অন্যায় হত্যা ও হিংসাত্মক প্রতিক্রিয়ার কোন স্থান নেই। এ ঘটনায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়া এবং কয়েকটি দেশে হিংসাত্মক প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও সহনশীল হওয়ার আহ্বান জানান।