বিয়ের জন্য লম্বা ছুটি নিচ্ছেন বিদ্যা বালান

বিয়ের জন্য লম্বা ছুটি নিচ্ছেন বিদ্যা বালান

আমাদের মেহেরপুর ডট কমঃ

ইউ টিভির সিইও সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন রেখেছিলেন প্রায় ৩ বছর। বিয়ের খবরও লোকে জানতে পেরেছে একেবারে শেষলগ্নে এসে। সারা বছর ধরে সাইফিনার বিয়ে নিয়ে শোরগোলের মধ্যেই চুপিসারে পুরো ব্যাপারটা গুটিয়ে নিয়েছেন বিদ্যা। বিয়েটাও সারছেন চুপিসারেই। বলিউডের আর পাঁচটা বিগ ফ্যাট ওয়েডিংয়ের মতো কোন ফাইভ স্টার বলরুম বা অভিজাত মন্দিরে নয়। সিদ্ধার্থের পৈতৃক বাড়িতে বসবে বিদ্যার বিয়ের আসর। মুম্বইয়ের জলি মাকের টাওয়ারের কাফে প্যারাড অ্যাপার্টমেন্টে এসআরকের (সিদ্ধার্থকে আদর করে ওই নামেই ডাকেন বিদ্যা) পৈতৃক বাড়িতে আগামী ১৪ই ডিসেম্বর চারহাত এক হবে। বিয়ের দিন পছন্দের পিছনেও রয়েছে গল্প। ওই দিনই বিয়ে হয়েছিল বিদ্যার দিদি প্রিয়ার। তাই পুরো বালান পরিবারই ১৪ই ডিসেম্বর দিনটাকে শুভদিন মনে করে। সেই দিনকেই গাঁটছড়া বাঁধার জন্য বেছে নিয়েছেন বিদ্যাও। বিয়ের দু’দিন পরই ক্যারাবিয়ান ক্রুজে মধুচন্দ্রিমায় যাবেন বিদ্যা-সিদ্ধার্থ। ফিরে এসে জুহুর ১৪ কোটির অ্যাপার্টমেন্টে নতুন সংসার পাতবেন বলিউডের লেডি খান। গতবছরই এই অ্যাপার্টমেন্ট বিদ্যাকে উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ। তারপর থেকেই সেটিকে নিজের মনের মতো করে সাজিয়েছেন বিদ্যা। পুরো ডিসেম্বর মাসটাই ছুটি নিয়েছেন সিদ্ধার্থ। গত মঙ্গলবারই ‘ঘনচক্কর’ ছবির শুটিং শেষ করছেন বিদ্যাও। এবার বিয়ের জন্য লম্বা ছুটি। কিছুদিনের মধ্যেই বিদ্যা হাতে পেয়ে যাবেন বিয়ের শাড়িও। সব্যসাচী মুখার্জির বানানো ১৮টা শাড়ি ১১ থেকে ১৪ তারিখের বিয়ের অনুষ্ঠানে পরবেন বিদ্যা।

বিনোদন