“কাঁদো মেহেরপুর কাঁদো ”ব্যনারে লেখা এ শ্লোগানকে সামনে রেখে যুবলীগ নেতা ও মেহেরপুর পৌর কাউন্সিলর বিপুল হত্যার বিচারের দাবীতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখা । শনিবার বিকেল ৫ টার সময় হোটেল বাজার মোড় থেকে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জি এস জুয়েলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়েই শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জি এস জুয়েলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠি
ত হয় । সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা ছাত্র লীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন ,বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারন সম্পাদক মারুফ প্রমুখ । মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেয়। বক্তারা অবিলম্বে বিপুল হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন এবং সন্ত্রাসীদের হাতে নিহত সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত সহ বিচার দাবী করেন ।