বিপুলের হত্যার প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ষড়যন্ত্রমূলকভাবে জেলা যুবলীগ সভাপতি ও কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে জেলা যুবলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
শুক্রবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সহ নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মেহেরপুর পৌর কাউন্সিলর বিপুল হত্যা মামলা প্রত্যাহার ও বিপুলের প্রকৃত হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ-সভাপতি এম এ মতিন শামীম। বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা যুবলীগের সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন. শহর যুবলীগের সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে “মিথ্যা মামলা প্রত্যাহার চাই” এই শ্লোগানে একটি বিক্ষোভ মিছল বের করে।