১০ম সংসদ নির্বাচনের তফশিল ঘোষনাকে প্রত্যাখান, জেল-জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফা ৭২ ঘন্টা অবরোধের শুরুতে মেহেরপুরের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের মধ্যে দিয়ে চলছে। আজ শনিবার সকাল ৭ টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার রাজনগরে জামায়াত নেতা আব্দুল জাব্বারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দিনদত্ত বিজ্র থেকে শুরু হয়ে রাজনগর এলাকা পর্যন্ত প্রদক্ষিন করে। এসময় তারা সড়ক টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এছাড়া মেহেরপুরের অন্যান্য স্থানে শান্তি পূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালন করছে ১৮ দলীয় নেতৃবৃন্দ। অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনে স্থবিরতা নেমে এসেছে। মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার যানবহন ছেড়ে যায়নি। সামান্য পরিমাণে ছোট ছোট যান -নছিমন, করিমন, আলগামন, অটোরিক্সা ও ব্যক্তিগত যানবহন চলাচল করছে। এদিকে অবরোধে যে কোন ধরণের নাশকতা এড়াতে আইন- শৃঙ্খলা বাহিনীকে সর্তকবস্থায় রেখে প্রশাসন।