বিএন পির ভারপ্রাপ্ত মহাসসচিব গ্রেফতার

বিএন পির ভারপ্রাপ্ত মহাসসচিব গ্রেফতার

 বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাদের নামে মামলা হওয়ার পর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মাইক্রোবাসে করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ হয়ে আছেন। নয়া পল্টনের এই কার্যালয়ের ভেতরে প্রায় শতাধিক নেতা অবস্থান করছেন। সেখান থেকে পুলিশ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের একটি অনুষ্ঠান থেকে দলের ৪০জন কর্মীকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়টিকে ঘিরে রেখেছে। সেখান থেকে কেউ বের হতে চাইলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে।

বাংলাদেশ