আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ডাঃ হেলাল উদ্দীন ও তার মেয়ে মিতুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যার প্রতিবাদে শুক্রবার বিকালে মুজিবনগর উপজেলা বিএনপির উদ্দ্যেগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মিরা।বিক্ষোভ মিছিল শেষে কেদারগঞ্জ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন
মুজিবনগর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিরুল ইসলাম। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি। বিশেষ অতিথী বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মাসুদ অরুন। বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছাবদাল হোসেন কালু চেয়ারম্যান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। উল্লেখ্য বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা মুজিবনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হেলাল ও তার মেয়ে মিতু (১৮) কে বাড়ির বাইরে ডেকে নিয়ে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে।