বাবার লাশের পাশে না গিয়ে খেলার মাঠে নামলেন জাভেদ খাঁন।

বাবার লাশের পাশে না গিয়ে খেলার মাঠে নামলেন জাভেদ খাঁন।

আমাদের মেহেরপুর ডট কম

জাভেদ খান। মুম্বাই ‘এ’ দলের খেলোয়াড়। গতকাল শনিবার থেকে খেলছেন ইংল্যান্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে। মুম্বাই ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। কারণ, এখানে ভালো করতে পারলে সুযোগ আসতে পারে রঞ্জি ট্রফির দলে। তবে ২২ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার জাভেদের জন্য ম্যাচটা এর চেয়েও বেশি কিছু।
পরশু শুক্রবার রাতে ওপেন হার্ট সার্জারির সময় মারা যান জাভেদের বাবা মোহাম্মদ জায়িস খান। অথচ রাত পেরোলেই ম্যাচ। কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না জাভেদ। শেষ পর্যন্ত মাঠে নামারই সিদ্ধান্ত নেন তিনি। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে বাবার দাফনেও অংশ নেওয়া হয়নি তাঁর। মাঠে সময়টা অবশ্য খারাপ কাটেনি জাভেদের। শনিবার প্রথম দিনেই তুলে নেন দুটি উইকেট।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জাভেদের কোচ রাজু পাঠক বলেন, ‘ভোর পাঁচটার দিকে আমরা ওকে ম্যাচটি খেলার পরামর্শ দিই। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। রাতভর কান্নাকাটি করেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ওর জন্য বড় সুযোগ ছিল। ও ইংল্যান্ডের বিপক্ষে বল করবে, ওর বাবাও এটা দেখতে চেয়েছিলেন। বাবার চাওয়া পূরণ করতে মাঠে নেমেছিল জাভেদ।’

খেলাধূলা