শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে– কাজী জাফরুল্লাহ

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে– কাজী জাফরুল্লাহ

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন–  শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এটাই আমাদের লক্ষ্য ।

 

প্রতিনিধি, মেহেরপুর

দু’শো বছর আগের নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র, একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। আবারও চারদিকে সেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলছি- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার গভীর দূরদর্শীতা থেকে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। না হলে ষড়যন্ত্রকারীরা সফল হবে। সামনে জাতীয় নির্বাচন। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। া কি

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের খেলা বন্ধ করুন। আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাস্ত করে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সংবিধানের বাইরে নির্বাচন হবে না। নির্বাচনে অংশ নিয়ে প্রমান করুন জনগণ কাকে চাই। জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের গুপ্তচর। বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবী করলেও তিনি ছিলেন চতুর্থ ঘোষক। বঙ্গবন্ধুর পক্ষে প্রথম ঘোষণা দেন আব্দুল হান্নান।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন। দলীয় পতাকা উত্তোলন করেন আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দীন নাসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম এমপি, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া জামান ঝর্না এমপি, শ্রী নির্মল চ্যাটার্জি, মেহেরপুর জেলা আ. লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্য জেলার সংবাদ বাংলাদেশ মেহেরপুর সংবাদ সর্বশেষ