মেহেরপুর প্রতিনিধি (২০/০৫/১৪)ঃ
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতে অসাধারণ সম্পর্ক। যা কিছু সমস্যা ছিল গত পাঁচ বছর তা আমরা সমাধান করেছি। ভারতের মাঝে সব সময় বন্ধু প্রতীম সম্পর্ক ছিল এবং থাকবে। ভারতের নতুন সরকার গঠন হলেই অমিমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পতির লক্ষ্যে দু’দেশের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসহান উল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডলসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা থেকে সড়ক পথে মুজিবনরে পৌছান ড. গওহর রিজভী। পরে মেহেরপুর সার্কিট হাউজে সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।