আমাদের মেহেরপুর ডট কমঃ
গতকাল মেহেরপুর জেলা বিএনপি’র শাহজি পাড়াস্থ কার্য্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবদী তৃণমূল দলের মেহেরপুর সদর থানা কমিটি গঠন করা হয়। ওমর ফারুক লিটন কে সভাপতি ,আবুল কালাম আজাদ কে সাধারন সম্পাদক ও রফিকুল ইসলাম লিপু মোল্লাকে সাংগাঠনিক সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট সদর থানা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিঃ সহসভাপতি আনসার আলী, ১ নং যুগ্ম সম্পাদক শহিদূল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদ আলী ,সাংস্কৃতিক সম্পাদক নাজির হোসেন , প্রচার সম্পাদক হাসনুজ্জামান বিপলু ।
বাংলাদেশ জাতীয়তাবদী তৃণমূল দলের মেহেরপুর সদর থানা কমিটি গঠন অনুষ্ঠানে আব্দুল হান্নানের সভপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আহ্বয়াক কর্নেল (অবঃ) শামসুল ইসলাম শামস, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু , জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক মখলেচুর রহমান স্বপন , জেলা তৃণমূল দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু । আরও উপস্থিত ছিলেন তৃণমূল দলের আমঝুপি ইউনিয়ন সভাপতি মোস্তাক মেম্বর ,আব্দুল হামিদ খাঁন গাজু ,রাশিকুল ,মীর তৌফিক, কিতাব আলী ,আব্দুল করিম প্রমুখ ।