বাংলাদেশ জয় পেয়েছে ১২১ রানে।

বাংলাদেশ জয় পেয়েছে ১২১ রানে।

2013-05-03-14-34-03-5183cadb2ef54-after-win-match-zia---others-2 জিয়াউর রহমানের বোলিং তোপে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৪৮ রানে। বাংলাদেশ জয় পেয়েছে ১২১ রানে। শফিউল ইসলামের আঘাতে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। চাকাভা (১) ও সিকান্দার রাজার (৩) দু’টি উইকেটই দখল করেন পেসার শফিউল ইসলাম। টেইলর হাল ধরার চেষ্ট করলেও ৯৩ রানের মাথায় গিয়ে তারা চারটি উইকেট হারায়। সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৯৩ রান। এরপর পেসার জিয়াউর রহমানের আঘাতে ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে শুরুতে ভাল করলেও মাঝ পথের বিপর্যয় কাটিয়ে লড়াকু ইনিংস গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৯। দিনের শুরুতে টচে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরুতে আশা জাগানিয়া খেলা দেখান বাংলাদেশের দুই ওপেনার তামিম (৩১) ও আশরাফুল (২৯)। এর পরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শিঙ্গি মাসাকাদজার শিকার হন তামিম, আশারাফুলের পর ক্যাপ্টেন মুশফিকুর রহীমও (৫)। দলীয় রান ১০০ পূরণের আগেই মাত্র ১ রান করে রান আউট হয়ে ফেরত যান বিশ্বসেরা সাকিব আল হাসান। পরে দায়িত্বশীল ব্যটিং করেন নাসির হোসেন। পঞ্চম উইকেটে মমিনুলের ৩৮, নাসির হোসেনের ৬৮ রান ও মাহমুদুল্লাহ রিয়াদের ৩৬ রানের সুবাদে জয়ের জন্য জিম্বাবুইয়ের সামনে ২৭০ রানের টার্গেট দেয় সফরকারীরা।
খেলাধূলা