বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব দলের অংশগ্রহণ চান-ভারতের  প্রেসিডেন্ট

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব দলের অংশগ্রহণ চান-ভারতের প্রেসিডেন্ট

45022_s2প্রণব মুখার্জির বরাত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সাংবাদিকদের আলোচনার বিষয়ে অবহিত করেন । ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টকে বাংলাদেশের পানি সমস্যা, বিশেষ করে তিস্তার পানিবন্টন চুক্তি এবং ছিটমহল বিনিময় না হওয়ায় মানুষের দুঃখ কষ্টের বিষয়টি বলেছেন জানিয়ে এরশাদ বলেন, তিনি আশ্বাস দিয়েছেন তিস্তা চুক্তি ও ছিটমহল সমস্যা দ্রুত সমাধানের।   জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। আমি বলেছি, রাজনীতি পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হতো। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো। কিন্তু সে সুযোগ খুব কম। জবাবে তিনি (প্রণব মুখার্জি) বললেন, আপনাদের সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে। এখানে সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলেই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া মানেই সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন।  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সপরিবারে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ড. মশিউর রহমান ও ড. গওহর রিজভী একত্রে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে ভারতের প্রেসিডেন্টের সঙ্গে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, এটা নিয়ে কোন কথা হয়নি। তবে সেখানে এক মন্ত্রী বলেছেন, ‘এমন সময় এলাম যখন সহিংসতা চলছে। মানুষ মারা যাচ্ছে। ভাল লাগছে না।’ তার কথা শোনার পর জাতীয় পার্টির তরফে  দুঃখ প্রকাশ করা হয়েছে জানিয়ে এরশাদ বলেন, এটা আমাদের কাম্য ছিল না।  জাতীয় পার্টি নেতা রুহুল আমীন হাওলাদার, জিয়া উদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, কাজী জাফর বৈঠক ও সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক