বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আজ বুধবার সাংবাদিকদের বলেন,বাংলাদেশে এসে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ জায়ান্টদের এই সফর বাবদ বিপুল অঙ্কের অর্থ দিতে হবে বলে প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে
এখানে আসা বাবদ বার্সেলোনা তিন মিলিয়ন ইউরো (প্রায় ৩২ কোটি টাকা) চেয়েছে। অর্থ সংগ্রহের ব্যাপারটা বিবেচনা করছি আমরা। বার্সেলোনাকে আনতে পারলে সেটা হবে দারুণ এক খবর।’ রয়টার্স জানায়, ২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে উড়িয়ে এনেছিলেন সালাউদ্দিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। দ্বিতীয় মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর সালাউদ্দিন জানিয়েছেন, বার্সেলোনাকে আনার ক্ষেত্রে অর্থায়নের ব্যাপারটা নিয়ে ভাবছেন তাঁরা। একই সঙ্গে বার্সেলোনার প্রতিপক্ষ কে হবে, সেটাও ভাবা হচ্ছে। আগস্টে এশিয়া সফরের সময় বাংলাদেশে আসতে আগ্রহী বার্সাও। তবে বাংলাদেশের সামনে এখন বাধা অর্থ সংগ্রহের ব্যাপারটা।