বাংলাদেশের ১৪ সদস্যের টেষ্ট দলের নাম ঘোষনা।

আমাদের মেহেরপুর ডট কম ঃ

আজ দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য টেস্ট দল  ঘোষনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের  টেস্ট এই টেস্ট দলের জায়গা করে নিয়েছেন দই নতুন মুখ ডানহাতি স্পিন অলরাউন্ডার  সোহাগ গাজী ও  পেসার আবুল হোসেন রাজু। আজ প্রধান নির্বাচক আকরাম খান সংবাদ সম্মেলনে এই দলকে সেরা দলই বলে জানান। আর তারা ভাল করবেন বলেও আশা প্রকাশ করেন।দুই নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন শাহরিয়ার নাফিস,জুনায়েদ সিদ্দিক আর নাঈম ইসলাম।
টেস্ট স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, নাঈম ইসলাম, নাসির হোসেন,  মোহাম্মদ ইলিয়াস সানি, সাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও সোহাগ গাজী।

খেলাধূলা