বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমুলক আলোচনার  আহ্বান -জাতিসংঘের মহাসচিব বান কি মুন

বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমুলক আলোচনার আহ্বান -জাতিসংঘের মহাসচিব বান কি মুন

bsnkumunআমাদের মেহেরপুর ডট কম ঃ বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে দলগুলোর প্রতি   ও বাংলাদেশের প্রতি ফের জোর আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।  সোমবার জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরস্কি বলেছেন, এ নিয়ে বান কি মুন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে। এ সময় তিনি পুনরায় ওই সব বিষয়ে তার উদ্বেগের কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন। এ সময়ে রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও মতপার্থক্য মিটিয়ে ফেলতে রাজনৈতিক দলগুলোকে গঠনমুলক আলোচনা করতে হবে। তিনি এ বিষয়টির ওপর খুব বেশি জোর দিয়েছেন। আগামী বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মধ্যে ক্রমেই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিএনপি ও তার সঙ্গে জোটের শরিক দলগুলো এরই মধ্যে হুমকি দিয়েছে। তারা বলেছে, নির্বাচনের আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা না হলে তারা নির্বাচন প্রত্যাখ্যান করবে। কিন্তু তাদের সে দাবিকে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। গত সপ্তাহে পুলিশ ও প্রতিবাদী জনতার মধ্যে সংঘর্ষে সেই পরিবেশকে আরও বিষিয়ে তুলেছে। ওই সংঘর্ষে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন।

 তিনি সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক