আজ বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০/১২ জন নেতা-কর্মীর একটি দল বগুড়ার শেরপুরে পৌর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার শহীদ মিনারে হামলা চালায়। মাদরাসায় নবনির্মিত শহীদ মিনারের মূলস্তম্ভে হামলা করে ভাঙচুরের সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় শহর যুবলীগের নেতা তবিবর রহমান টিপুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, শেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা কোন সংঘাত চাই না। হরতালের সময় শেরপুরে স্থানীয় যুবলীগের উদ্যোগে পবিত্র শহীদ মিনার প্রকাশ্যে দিনদুপুরে ভাঙচুর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি।