প্লেন যাত্রীর লাগেজে চিতাবাঘের বাচ্চা!

প্লেন যাত্রীর লাগেজে চিতাবাঘের বাচ্চা!

প্লেন যাত্রীর লাগেজ থেকে একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। শনিবার থাইল্যান্ড থেকে ভারতের চেন্নাই বিমানবন্দরে আসা ফ্লাইটের একজন যাত্রীর লাগেজ থেকে চিতাবাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এক কেজি ওজনের চিতা বাঘটি বয়স প্রায় একমাস।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তারা জানান, লাগেজ থেকে শব্দ শোনার পর ওই যাত্রীর ওপর সন্দেহ তৈরি হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের উত্তর দেওয়ার সময়ে তিনি চতুরতার আশ্রয় নেন। পরে তল্লাশি করে চিতাবাঘের বাচ্চাটি পাওয়া যায়।

সূত্র : এনডিটিভি

আন্তর্জাতিক