প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকার বিষ পান।

আমাদের মেহেরপুর ডট কমঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে না করায় প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে বিষপান করেছেন এক যুবতী। গুরতর অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। ২৩শে নভেম্বর কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আব্দুল ওয়াবের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন থেকে কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. তাহির মিয়ার মেয়ে শমসেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পাপিয়া আক্তার সুমির সঙ্গে টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আব্দুল ওয়াবের ছেলে আতাউর রহমান মিজান (রাজু) প্রেমের সম্পর্ক স্থাপন করে। ঘটনা টের পেয়ে সুমির পিতা-মাতা আশ্রয়গ্রামস্থ রাজুর পিতা-মাতাকে বিষয়টি অবহিত করেও কোন সুরাহা পাননি। নিরূপায় হয়ে পাপিয়া আক্তার সুমি গত ১০ই অক্টোবর মৌলভীবাজার জর্জকোর্টের আইনজীবি এড. মুছলেহ উদ্দিন মজুমদারের মাধ্যমে রাজুর পরিবারকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। গত ২৩শে নভেম্বর প্রেমিক রাজুর বাড়ীতে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানান সুমি। রাজুর পরিবারের লোকজন পাল্টা সুমির উপর নির্যাতন শুরু করায় সুমি আত্মহত্যার হুমকি দিয়ে বিষপান করেন। অসুস্থ অবস্থায় সুমিকে প্রথমে কুলাউড়া হাসপাতালে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ সুমী সুস্থ হলে পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করবো।

অন্যান্য