তিনি রাজনীতিতে পা রাখার পর থেকেই আক্রমণ শুরু করেছে বিজেপি। সেই আক্রমণ এবার তীব্র আকার ধারণ করেছে। ভারতের উত্তরপ্রদেশের বরাবাঁকিতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা রাওয়াতের মুখটি দেবী দুর্গার আদলে মর্ফ করে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর মুখটিকে মহিষাসুরের মুখ করে দেয়া হয়েছে।
বরাবাঁকিতে এই পোস্টার প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও, এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা রাওয়াত বলেন, আমি এই ঘটনার কথা আপনাদের মুখ থেকেই প্রথম শুনলাম। আমি এর আগে ব্যাপারটা নিয়ে কিছুই জানতাম না। কে এই কাণ্ডটি করেছে, তা আমি দেখছি।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গত সপ্তাহে প্রিয়াঙ্কা গান্ধীকে ‘ঝাঁসির রানি’ বলে পোস্টার ছেপেছিল কংগ্রেস। কংগ্রেসের জেলা কমিটির দাবি, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ঘরের মাঠ থেকেই আগামী লোকসভা নির্বাচনে লড়ুন প্রিয়াঙ্কা গান্ধী।
পোস্টারে লেখা ছিল, গোরক্ষপুর কি ইয়ে হি পুকার, প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ ইস বার (গোরক্ষপুর দিচ্ছে ডাক, প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যাক)।