প্রিয়াঙ্কা যে কারণে তিনি এড়িয়ে চলছেন সালমানকে

প্রিয়াঙ্কা যে কারণে তিনি এড়িয়ে চলছেন সালমানকে

শাহরু29415_prikanখের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই সম্পর্ককে ঠিকঠাক রাখতেই প্রিয়াঙ্কা এখন নিজেকে একটু সামলিয়ে চলতে চাইছেন। যে কারণে তিনি এড়িয়ে চলছেন সালমানকে। ভারতের চলচ্চিত্র জগতের শত বছর পূর্তি উপলক্ষে অনুরাগ কাশ্যপ একটি স্মারক শর্ট ফিল্ম বানাছেন। এতে সালমান খানের ভক্ত চরিত্রে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কার। কাশ্যপ স্ক্রিপ্ট পড়ে শোনানোর পর প্রিয়াঙ্কা তাতে সায় দিয়েছিলেন। কিন্তু মত পাল্টাতে দেরি হয়নি এই বলিউড নায়িকার। অথচ এক মাস আগে দুবাইতে একই মঞ্চে, পাশাপাশি সালমান খান ও প্রিয়াঙ্কা কোনো জড়তা ছাড়াই অনবদ্য পারফরমেন্স করেছেন। বিশ্লেষকরা প্রিয়াঙ্কার এভাবে বেঁকে যাওয়ার রসায়ন বিশ্লেষণ করছেন। তবে আপাতত যা তথ্য পাওয়া গেছে তার সারমর্ম হচ্ছে, প্রিয়াঙ্কা এ মুহূর্তে শাহরুখ খানকে চটাতে চান না বলেই সালমানের ভক্ত চরিত্রে কাজ করতে চাইলেন না। আর প্রিয়াঙ্কা খুব ভাল করেই জানেন রুপালি জগতে কিভাবে টিকে থাকতে হয়।

বিনোদন