প্রিয়াংকা চোপড়ার মরণোত্তর দেহদানের ঘোষণা

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মরণোত্তর দেহদানের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের (ইউআরএমসি) অঙ্গ প্রতিস্থাপন প্রোগ্রামের আওতায় তিনি মরণোত্তর দেহদানের ঘোষণা দিয়েছেন।
ইউআরএমসিতে সম্প্রতি প্রিয়াংকা চোপড়ার বাবার যকৃত্ প্রতিস্থাপন করা হয়। সেখানে তিনি অঙ্গপ্রত্যঙ্গ দান করার বিষয়টির সঙ্গে পরিচিত হন এবং নিজের এ ইচ্ছার কথা জানান। প্রতিষ্ঠানটি নিউইয়র্কে আগামী ৫ অক্টোবর যকৃত্ প্রতিস্থাপন কর্মসূচির ২০ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। এ অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়াকে কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ইউআরএমসি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অঙ্গদান বিষয়ে সচেতনতার সৃষ্টির পাশাপাশি চিকিত্সা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যে অনুদান তোলা হবে।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে অঙ্গদানের বিষয়টি নিয়ে প্রচারণা চালানোর কথাও জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

বিনোদন