প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং  জুনিয়র  জেএসসি ও জেডিসিপরীক্ষার ফল  প্রকাশ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র জেএসসি ও জেডিসিপরীক্ষার ফল প্রকাশ

36087_sp36087_spআজ প্রকাশিত হল দেশের সবচেয়ে বেশী পরীক্ষার্থীদের ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষার ফল ।  এ বছর গত ২১ থেকে ২৯ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ,ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত ৪ থেকে ১৫ নভেম্বর জেএসসি-জেডিসিতে পরীক্ষার্থী ছিল ১৯ লাখ আট হাজার ৩৬৫ জন। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।  আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এম এম নিয়াজউদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ ।

শিক্ষামন্ত্রী সচিবালয়ে  বেলা ১২টায়  এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  সকাল ১১টায় আলাদা সংবাদ সম্মেলন করে দুই পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরন  যে কোনো মোবাইল ফোন থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল জানতে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে থানা বা উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আর ইবতেদায়ীর ফল জানতে মেসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে থানা বা উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে। এছাড়া প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল স্কুলের পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://dpe.teletalk.com.bd/ থেকে পাওয়া যাবে।

জেডিসির ফল পেতে একইভাবে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা  যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd পাওয়া যাবে।

বাংলাদেশ