প্যানেল চেয়ারম্যানের বদহজম———- মেহেরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ৪১২ বস্তা চোরাই ভুট্রা উদ্ধার

প্যানেল চেয়ারম্যানের বদহজম———- মেহেরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ৪১২ বস্তা চোরাই ভুট্রা উদ্ধার

p-327নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ষোলটাকা গ্রামের ময়নাল ইসলামের নিজ বাড়ি থেকে ৪১২ বস্তা চোরাইকৃত ভুট্রা উদ্ধার করেছে গাংনী ও জীবননগর থানা পুলিশ। বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও মেহেরপুরের গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভুট্রার বস্তা উদ্ধার করে। তবে ইউপি সদস্য ময়নাল হোসেন পলাতক রয়েছে।
জীবননগর থানার ওসি সাজাহান আলী জানিয়েছেন ৭ এপ্রিল জীবননগর থানার লক্ষীপুরের ব্যাবসায়ী কুদ্দুস মিয়া একটি ট্রাক ভর্তি করে যশোরের উদ্দেশ্যে ভুট্রা প্রেরন করেন। পরের দিন সময় মত ট্রাক না পৌছালে তিনি খোজ নিয়ে জানতে পারেন ট্রাকের চালকের ও গাড়ির নাম্বার ভুল। পরে তিনি জীবননগর থানায় একটি মামলা করেন। এবং পুলিশ ঐ দিন যশোর থেকে গাড়ির চালক রঞ্জু হোসেন কে আটক করে জিঙ্গাসা বাদ করে । জিঙ্গাসাবাদের ভিত্তিতে ট্রাক চালক রঞ্জু ষোলটাকা ইউপি সদস্য ময়নাল ও গাড়ির মালিক এ জালিয়াতি করেছে বলে শিকার করে। স্বীকারোক্তির ভিত্তিতে জীবননগর ও গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ময়নালের বাড়ি তল্লশি করে নিচতলার গোডাউন থেকে ৪১২ বস্তা ভুট্রা উদ্ধার করেছ।
মেহেরপুর সংবাদ