পাকিস্তানের ভারত সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে নিউজ মিডিয়ার জোটবদ্ধ সংস্থা এনএমসি।

পাকিস্তানের ভারত সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে নিউজ মিডিয়ার জোটবদ্ধ সংস্থা এনএমসি।

পাকিস্তানের ভারত সফরে মাঠে বার্তা সংস্থাগুলোর ইচ্ছেমতো ছবি তোলার অনুমতি দেয়নি  দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিসিসিআই তাদের নিজস্ব ওয়েবসাইটে তুলে দেয়া ছবিতে মিডিয়া কাভারেজের কাজ চালানোর ব্যবস্থা রেখেছে এবারও। এতে ইংল্যান্ড সিরিজের শুরুটার মতো নিষপ্রভ কাভারেজেই শুরু হচ্ছে পাঁচ বছর পর পাক-ভারত ক্রিকেট লড়াই। আইবিসিসিআয়ের সিদ্ধান্তে দ্বিমত নিয়ে এ সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে নিউজ মিডিয়ার জোটবদ্ধ সংস্থা এনএমসি। জানিয়েছে, পাঠক চাহিদা বিবেচনা করেই ভারত বোর্ডের ব্যবস্থা প্রত্যাখ্যান করছে তারা। পাক-ভারত সিরিজ কাভারেজ বয়কটের তালিকায় রয়েছে এএফপি, এপি, রয়টার্স, ক্রিকইনফোর মতো বড় বার্তা সংস্থাগুলো। গতকাল এনএমসি’র অসন্তুষ্ট এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড্রু মগার বলেন, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের আকাঙিক্ষত সিরিজটি সঠিকভাবে নথিভুক্ত হওয়ার সুযোগ হারাচ্ছে। এমতাবস্থায় সিরিজের যাবতীয় রেকর্ড সঠিক ঢংয়ে সংরক্ষিত হওয়া নিয়েও সন্দেহ থাকছেই। পাক-ভারত সিরিজটিও গুপ্তই থাকছে। গতকাল ভারত বোর্ডের মুখপাত্র বলেন, খেলার খবর সংগ্রহে কোন প্রতিবন্ধকতা রাখেনি বিসিসিআই। তবে এমন সিদ্ধান্তের পেছনে বিসিসিআইয়ের ব্যবসায়িক ভাবনাটাও স্পষ্ট হয় বোর্ড কর্তার কথায়। বলেন, সিরিজের সব ছবি বিসিসিআইয়ের নিজস্ব সম্পত্তি। আর বোর্ডের কমার্শিয়াল বাধ্যবাধকতাও রয়েছে।   ফটো এজেন্সি গেটি ইমেজ, অ্যাকশন ইমেজ ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় নিউজ এজেন্সির জন্য বিসিসিআই মাঠে ছবি তোলায় নিষেধাজ্ঞা রেখেছে এবারও।

খেলাধূলা