পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী  মালালা এখন শঙ্কামুক্ত।

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী মালালা এখন শঙ্কামুক্ত।

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী মালালা এখন শঙ্কামুক্ত। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা আজ শুক্রবার এ খবর জানিয়েছেন।যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, এই (আজ) সকালে মালালার অবস্থা অনেকটাই ‘স্বস্তিকর’ ও ‘স্থিতিশীল’। এতে বলা হয়, কুইন এলিজাবেথ ও বার্মিংহাম চিলড্র্রেনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক মালালার দেখভাল করছেন। মালালার পরিবার বর্তমানে পাকিস্তানে আছে বলেও বিবৃতিতে বলা হয়।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলায় স্কুলে যাওয়ার সময় দুজন সহপাঠীসহ ১০ দিন আগে তালেবানদের হামলার শিকার হন মালালা।

আন্তর্জাতিক