রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যানসহ সরকারের পাঁচটি সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজউকেরই সদস্য মোহাম্মদ সাঈদ নূর আলম। আর পেট্রোবাংলার চেয়ারম্যান হয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফসি উল্লাহ।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব পারভীন আকতারকে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।