অনেক দিন পর নতুন একটি ছবির মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহের পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন। ছবির নাম ‘অন্যরকম ভালোবাসা’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। ছবিতে নূতনের সঙ্গে অভিনয়ে আছেন নায়করাজ রাজ্জাক। ১৫ই ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে প্রধান তিন নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, মাহী ও বিপাশা। এছাড়া আরও অভিনয়ে আছেন অমিত হাসান, কাবিলা, ডনসহ অনেকে। নূতন বলেন, চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় কাজ শুরু করেছে। আর এ পরিবর্তনে নিজেকে যুক্ত করতে পেরে ভাল লাগছে।