নির্ধারিত ছয়টি পথসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা চেয়েছে- বিএনপি

নির্ধারিত ছয়টি পথসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা চেয়েছে- বিএনপি

   আমাদের মেহেরপুর ডট কম ঃ

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ সহযোগিতা চান বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম। রাজধানী ঢাকায় বুধবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি উপলক্ষে নির্ধারিত ছয়টি পথসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে বুধবার বেলা ১১টায় রাজধানীর গাবতলীতে পথসভার মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এ ছাড়া দেশের সাত মহানগরেও বিএনপি ও জোটের নেতারা গণসংযোগ করবেন। গত ২৮ নভেম্বর নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে খালেদা জিয়া এ কর্মসূচি দেন।তরিকুল ইসলামের সভাপতিত্বে মহাসচিব পর্যায়ের ওই বৈঠকে বিএনপির রুহুল কবির রিজভী ও আবদুস সালাম, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও শফিকুল ইসলাম, বিজেপির শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, এলডিপির রেদোয়ান আহমেদ, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি